শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে স্থায়ী শান্তি আসবে’

রাঙামাটি প্রতিনিধি

খুব দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্যাঞ্চলে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার এমপি। তিনি বলেন, লোক দেখানো নয়, অন্তর থেকে সরকার এ চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেবে। শেখ হাসিনার ওপর আস্থা ও বিশ্বাস রেখে ১৯ বছর ধরে পাহাড়ের জুম্ম জাতি অপেক্ষা করছে। সংগ্রামের মধ্য দিয়ে জুম্ম জনগণ পার্বত্য চুক্তি অর্জন করেছে। কারণ জুম্ম জাতি শান্তি চায়। গতকাল বেলা ১১টায় রাঙামাটি জিমনেসিয়াম মাঠে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে জেএসএস আয়োজিত গণসমাবেশে ঊষাতন তালুকদার এসব কথা বলেন। জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. ফারুক, ঐক্য নৈপথের কেন্দ্রীয় সদস্য বাহারি ভট্টাচার্য্য, আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা, মহিলা সমিতির সভানেত্রী সুপ্রভা চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা প্রমুখ।

সর্বশেষ খবর