শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চিনিকলে পাইপ বিস্ফোরণ প্রকৌশলীসহ আহত ৪

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট চিনিকলের বয়েলিং হাউস পরীক্ষামূলক চালুর সময় স্টিম লাইনের পাইপ বিস্ফোরণে প্রকৌশলীসহ চার শ্রমিক আহত হয়ছেন। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরপরই ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ চালায়। শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট চিনিকলের ফ্যাক্টরির অভ্যন্তরে বয়েলিং হাউসের স্টিম লাইনের পাইপ হঠাৎই বিকট শব্দে ফেটে যায়। এ সময় ওই স্থানে অবস্থানরত মিলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শাহজাহান কিবরিয়া, মিল কর্মী নাজমুল হোসেন, আব্দুল হান্নান ও লুত্ফর রহমান পাইপের গরম পানিতে দগ্ধ হন। শাহজাহান কিবরিয়া ও নাজমুল হোসেনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ৯ ডিসেম্বর আখ মাড়াই মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর