শিরোনাম
রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কলেজে আওয়ামী লীগের তালা, ক্লাস বন্ধ ১৩ দিন

নিয়োগ নিয়ে দ্বন্দ্ব

সিরাজগঞ্জ প্রতিনিধি

অধ্যক্ষ নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ফলে ১৩ দিন ধরে কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের কোনো টেস্ট পরীক্ষাসহ ক্লাস হচ্ছে না। এ অবস্থায় গতকাল তালা খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। জানা গেছে, ওই কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২০ নভেম্বর অধ্যক্ষের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। এ অবস্থায় রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তাদির হোসেন বকুল তার পছন্দের প্রার্থী কামরুজ্জামানকে নিয়োগ দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নিলে তিনি ক্ষুব্ধ হন। এর জের ধরে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষাই স্থগিত করে দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে মুক্তাদির হোসেন বকুল ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের নিয়ে ২১ নভেম্বর কলেজে এইচএসসি টেস্ট পরীক্ষা চলা অবস্থায় শিক্ষার্থীদের বের করে দিয়ে অধ্যক্ষ ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। ২৬ নভেম্বর তালা ঝুলিয়ে দেন  কলেজের প্রতিটি কক্ষেই। রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তাদির হোসেন বকুল বলেন, ২০ নভেম্বর অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে। এ বিষয়ে সাবেক সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে দু-এক দিনের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফীউল্লাহ বলেন, কাল (রবিবার) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সর্বশেষ খবর