রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

২০৪ দুস্থের ভাতা আত্মসাত প্রমাণিত

পার্বতীপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে ২০৪ প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগীর প্রায় আট লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে গণশুনানি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মবর্তার কক্ষে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এই শুনানিতে ১২৬ ভাতাভোগী সাক্ষ্য দেন। এতে ভাতা আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে। এ সময় ভাতা প্রদানে জড়িত কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছেন। উল্লেখ্য, পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতাভোগী ২০৪ জনকে নামমাত্র টাকা বাকিটা আত্মসাতের অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এছাড়া ২৩ মৃত ভাতাভোগীর টাকাও তারা উত্তোলন করে ভাগাভাগি করেছেন। সম্প্রতি এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়। সাক্ষ্য দিতে আসা বেলাইচন্ডি বাজারের প্রতিবন্ধী আরিফ হোসেন জানান, ভাতা হিসেবে তার ছয় হাজার টাকা পাওয়ার কথা। সেখানে ব্যাংকের লোকজন তাকে মাত্র ১ হাজার ৫০০ টাকা দিয়ে বিদায় করেছেন। বাঘাচড়া গ্রামের বদিউর রহমান বলেন, তাকে চার হাজার আট হাজার টাকার স্থলে দুই হাজার ৪০০ টাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও ব্যাংক কর্তারা। একই অভিযোগ করেন উত্তর হরিরামপুর গ্রামের বিধবা জরিনা বেওয়া।

সর্বশেষ খবর