রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন কিশোরগঞ্জ হবিগঞ্জে

জেলা পরিষদ নির্বাচন

প্রতিদিন ডেস্ক

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। গতকাল যাচাইবাছাই শেষে অন্যদের মনোনয়ন বাতিল ঘোষণা করায় এ দুই জেলায় একজন করে প্রার্থী রয়েছেন। রাজশাহীতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সদস্য হচ্ছেন তিনজন। চেয়ারম্যান পদে সিলেটে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মাদারীপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— কিশোরগঞ্জ : বাছাই শেষে গতকাল চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক জামান এলিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এ পদে বর্তমানে একমাত্র প্রার্থী হলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক আওয়ামী লীগ মনোনীত অ্যাড. জিল্লুর রহমান। হবিগঞ্জ : হবিগঞ্জে বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন। গতকাল বাছাই শেষে তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এখন তিনিই এ পদে একমাত্র প্রার্থী। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন— অ্যাড. মনমোহন দেব নাথ, অ্যাড. এনামুল হক মুশাহিদ ও হাফিজুর রহমান। রাজশাহী : জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন, সাধারণ সদস্য আসন-৪ এর আবু সাঈদ আনোয়ারী ও সদস্য আসন-১১-এর নিত্তনন্দন মণ্ডল এবং সংরক্ষিত আসন-২-এর ইফফাত আরা কামাল। অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সদস্য আসন-১-এর আবদুস সালাম ও আসন-১৫-এর নূর মোহাম্মদ তুফান এবং সংরক্ষিত আসন-১-এর প্রার্থী কৃষ্ণা দেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সিলেট : চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারী চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত অ্যাড. লুত্ফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ডক্টর এনামূল হক সরদার, জিয়া উদ্দিন লালা ও মো. ফখরুল ইসলাম। বাছাই শেষে গতকাল জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য জানান। মাদারীপুর : মাদারীপুরে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন— আওয়ামী লীগ সমর্থিত বর্তমান প্রশাসক মিয়াজউদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুজিত চ্যাটার্জী বাপ্পি ও আওয়ামীলীগ নেতা ডা. আব্দুল বারি। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে।

সর্বশেষ খবর