রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

হেরোইন জব্দ

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর থেকে শুক্রবার রাতে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুজনকে  আটক করেছে ডিবি পুলিশ। তাার হলো- হবিবার রহমান হবি ও শওকত আলী। পুলিশ জানায়, শুক্রবার রাতে  বেনাপোলের সাদিপুর গ্রামে হেরোইন বেচা-কেনার সংবাদ পেয়ে তারা অভিযান চালান। —বেনাপোল প্রতিনিধি

সন্ত্রাসী হামলা

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসী হামলায় এক মাদ্রাসাশিক্ষকসহ চারজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে। জানা যায়, বেগমগঞ্জ উপজেলার নরোত্তপুর গ্রামের নজির আহমদের ছেলে রাজু একই বাড়ির বাসিন্দা মাদ্রাসাশিক্ষক শাহাজাহানের ছেলে ফরহাদ হোসেনকে পূর্বশক্রতার জেরে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় ছেলেকে বাঁচাতে এসে ধারালো অস্ত্রের আঘাতে শাহাজাহান, তাঁর আরেক ছেলে রাফিকুল ইসলাম ও মেয়ে সুমি আক্তার আহত হন।

—নোয়াখালী প্রতিনিধি  

উদীচীর সম্মেলন

উদীচী শিল্পী গোষ্ঠীর পটুয়াখালী জেলা সংসদের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারে গতকাল জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। পরে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। সভাপতিত্ব করেন স্বপন ব্যানার্জী। —পটুয়াখালী প্রতিনিধি

৬ ঘর পুড়ে ছাই

কিশোরগঞ্জের হোসেনপুরের আতিরা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ চার লাখ টাকা ও ছয়টি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জানা যায়, আতিরা গ্রামের রাশিদ মেম্বারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। —হোসেনপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর