সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধাপরাধের অভিযোগকে ভিত্তিহীন বলল নেত্রকোনা আওয়ামী লীগ

নেত্রকোনা প্রতিনিধি

যুদ্ধাপরাধের অভিযোগকে ভিত্তিহীন বলল নেত্রকোনা আওয়ামী লীগ

নেত্রকোনা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে শনিবার ছোট বাজার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে মতিয়র রহমান খান বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১০ সালে দলীয় সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এ কারণেই বিতর্কিত শামছুজ্জোহা ঈর্ষান্বিত হয়ে আমাকে বিতর্কিত করার পাশাপাশি দলকে দেশবাসীর সামনে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাড. গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল, মুক্তিযোদ্ধা ওবায়দুল হক রতন, আবদুল মতিন খান, অ্যাড. গোলজার আহমেদ, হাবিবুর রহমান খান রতন, মাজহারুল ইসলাম, সানাওয়ার হোসেন ভূইয়া, চন্দন বিশ্বাস, আবদুর রহিম প্রমুখ। তারা বলেন, ছাত্ররাজনীতি থেকে মতিয়র রহমান খান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শামছুজ্জোহার অভিযোগ ভিত্তিহীন।

সর্বশেষ খবর