সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

বুড়িমারী বন্দরে শ্রমিক ধর্মঘট

ন্যায্য মজুরী দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। শনিবার সন্ধ্যা থেকে বুড়িমারী বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। এতে পণ্যবোঝাই কয়েকশ ট্রাক বন্দরের ইয়ার্ডে এবং রাস্তার দুপাশে খালাসের অপেক্ষায় আটকা পড়ে আছে। সংগঠনের সভাপতি ছফর উদ্দিন বলেন, প্রতিটন লোডে শ্রমিকদের ২৫ ও আনলোডে ২৪ টাকা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

—লালমনিরহাট প্রতিনিধি

কলেজ জাতীয়করণের দাবি

সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। গতকাল সকালে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কলেজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। প্রভাষক আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেহেরুল ইসলাম বাদল, মুত্তালিব শিশির, আনোয়ার হোসেন, গাজী আবদুর রাজ্জাক, আনোযার হোসেন খান ও ইকবাল হাসান রুবেল প্রমুখ। —সিরাজগঞ্জ প্রতিনিধি

বিইউজের কমিটি

সিলেটের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজের) কমিটি গতকাল গঠন করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগকে সভাপতি ও আমাদের সময়ের লোকমান হোসেনকে সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। বাকি সদস্যরা হলেন, মশিউর রহমান, আব্বাস হোসেন, পাভেল সামাদ, মাশুক নাঈম, কামরুল আশিকী। —বিশ্বনাথ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর