সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পরীক্ষার খাতা আটকে রাখায় আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পরীক্ষার খাতা কেড়ে নিয়ে এক ঘণ্টা আটকে রাখার ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। এর প্রতিবাদে গতকাল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত এ অবরোধ চলে। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধকারীরা জানিয়েছে, গত শনিবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীদের গণিত বিষয়ের পরীক্ষা চলার সময় নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতানা রিমুর খাতা এক ঘণ্টার জন্য কেড়ে নেন দায়িত্বরত শিক্ষক মো. হাসানুজ্জামান। এ অবস্থায় পরীক্ষা শেষে রিমু বাড়ি ফিরে তার মাকে জানায়, গণিত পরীক্ষায় সে পাস করতে পারবে না। পরে সন্ধ্যায় সে নিজ ঘরে গলায় ওড়ানার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর প্রতিবাদে গতকাল স্কুলের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষ হওয়ার পর বেলা দেড়টায় শিক্ষক মো. হাসানুজ্জামানের শাস্তির দাবিতে স্কুলের সামনের প্রধান সড়ক অবরোধ করে। তারা স্কুলের প্রধান সড়কের সামনে রাস্তার ওপর বসে পড়ে।

সর্বশেষ খবর