সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

১০ টাকা কেজির ২৩০ বস্তা চাল জব্দ

সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়িতে গতকাল পাচারের সময় ১০ টাকা কেজির ২৩০ বস্তা চালসহ একটি ট্রলি জব্দ করেছেন এলাকাবাসী। এ সময় তারা একটি গুদাম তালাবদ্ধ করে দেন। পুলিশ ও এলাকাবাসী জানান, কঞ্চিবাড়ি ইউনিয়নের ডিলার এমিল ছাদেকিন সম্রাট ৮৮০ কার্ডের বিপরীতে নভেম্বর মাসের বরাদ্দ ৩০ কেজি ওজনের ৮৮০ বস্তা চাল উত্তোলন করেন। কিছু কার্ডধারীকে চাল বিতরণের পর বাকিটা গুদামে রেখে দেন। গতকাল ২৩০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য ট্রলিতে করে নেওয়ার সময় এলাকাবাসী আটক করে থানায় জানান।

ধামরাইয়ে লাইসেন্স বাতিল : ধামরাই প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল আটকের ঘটনায় গতকাল ডিলার আব্দুর রহমান লাইসেন্স বাতিল করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের ডিলার আব্দুর রহমান ২৯ নভেম্বর গুদাম থেকে ৫০ বস্তা চাল পাচারের চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়রা চালগুলো জব্দ করে পুলিশে খবর দেন।

সর্বশেষ খবর