মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা নির্যাতন প্রতিবাদে গোপালগঞ্জে বিরাট মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে গতকাল গোপালগঞ্জে ১০০ কিলোমিটার মানববন্ধন করা হয়েছে। কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড-গওহরডাঙ্গার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার দুই শতাধিক কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি চলাকালে অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করা হয়। জেলার প্রবেশদ্বার মকসুদপুর সীমানা থেকে কাশিয়ানী উপজেলার উপর দিয়ে গোপালগঞ্জ জেলা সদর হয়ে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মোল্লাহাট, টেকেরহাট ও নড়াইলের নড়াগাতি পর্যন্ত শত কিলোমিটার এলাকায় মানববন্ধন রচনা করা হয়। এ সময় বিভন্নি মাদ্রাসার মোহতামিমগণ বক্তৃতা করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন কর্মসূচি উদ্বোধন করেন কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড- গওহরডাঙ্গা, বাংলাদশের মহাসচবি মাওলানা শামসুল হক।

সর্বশেষ খবর