মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রশিক্ষণে ভারত গেলেন ১০ বিজিবি সদস্য

বেনাপোল প্রতিনিধি

সীমান্ত নিরাপত্তার জন্য ‘বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট’র উন্নত প্রশিক্ষণে অংশ নিতে গতকাল ১০ সদস্যের বিজিবি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। প্রতিনিধি দলটি ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদের নেতৃত্বে নয়াদিল্লির বিএসএফ হেড কোয়ার্টারে ১০ দিনব্যাপী বিজিবি-বিএসএফ যৌথ প্রশিক্ষণে অংশ নেবে। দলে আছেন ছয়জন লে. কর্নেল, তিনজন মেজর ও একজন এডি। প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৬৪ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার এসকে শর্মা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কিভাবে মাদক, অস্ত্র, অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সর্বশেষ খবর