মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে গুটি কয়েক ঠিকাদার গ্যাসের অবৈধ সংযোগ দিচ্ছেন। এ জন্য গ্রাহকের কাছ থেকে প্রতি চুলা বাবদ নেওয়া হচ্ছে ৮০-৯০ হাজার টাকা। তিন মাস আগে সকল প্রকার আবাসিক গ্যাস সংযোগ বন্ধের সরকারি সিদ্ধান্ত হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত যে লাইন যে অবস্থায় আছে সে অবস্থায়ই থাকবে। সরকারের এ আদেশ অমান্য করে বাখরাবাদ গ্যাস সিস্টেমস কোম্পানি লি. এর কতিপয় ঠিকাদার গৌরীপুর উপ-কেন্দ্রের কয়েক কর্মকর্তাকে ম্যানেজ করে সংযোগ প্রদান অব্যাহত রেখেছেন। গতকাল দাউদকান্দির জিংলাতলি ইউনিয়নে এবং তিতাস উপজেলার কড়িকান্দি থেকে মজিদপুর পর্যন্ত গ্যাস সংযোগ দিতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অবৈধ সংযোগ প্রদানকারী এক ঠিকাদার জানান, মোটা অংকের উেকাচের বিনিময়ে গৌরীপুর উপ এবিকার ইনচার্জ মোস্তফা মাহিন সোহাগকে ম্যানেজের মাধ্যমে তিনি অবৈধ সংযোগ দিচ্ছেন। তার মতো যারা এখন লাইন নির্মাণ করছেন তারা সবাই ম্যানেজারকে খুশি করেই করছেন। মোস্তফা মাহিন সোহাগ উেকাচের কথা অস্বীকার করে বলেন— ‘অবৈধ সংযোগের কথা আমি শুনেছি। শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাখরাবাদ গ্যাস সিস্টেমস কোম্পানি লি. হেড অফিসের ডিজিএম মাহাবুবুর রহমান জানান, দাউদকান্দিতে কেউ অবৈধ সংযোগ প্রদান করে থাকলে সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।

সর্বশেষ খবর