মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মানবপাচার মামলা দিয়ে হয়রানি

ফরিদপুর প্রতিনিধি

নগরকান্দা উপজেলার পিপরুল মানিকদী গ্রামের সালমান ফরিদীর বিরুদ্ধে মানবপাচারের ‘মিথ্যা’ মামলা দিয়ে বিভিন্ন জনকে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুলিশ কমিশনার সদর দফতরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সালমানের বিরুদ্ধে ইউনাইটেড ইসলামী পার্টির ভাবমূর্তি ক্ষুণ্নসহ দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ আছে। যে কারণে তাকে পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সভা থেকে চাকরিচ্যুত করা হয়। জানা যায়, ইসলামিক পার্টির কার্যালয় থেকে চাকরিচ্যুত হওয়ার পর সালমান ফরিদী কেন্দ্রীয় নেতাদের নামে গত ২ মে মানবপাচার আইনে নগরকান্দা থানায় মামলা করেন।

অভিযোগ করা হয়, ইসলামিক পার্টির চেয়ারম্যান ইসমাইল হোসাইনসহ দলের কয়েকজন তাঁর স্ত্রী উমাইমা আক্তারকে অপহরণ করেছেন। অভিযুক্ত ইসমাইল বলেন, ‘সালমান ভয়ংকর প্রকৃতির লোক। নিজের তালাকপ্রাপ্তা স্ত্রীকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করিয়েছেন। সেই মামলা পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।’ এদিকে, সালমান মানবপাচার আইনে যে মামলাটি করেছিলেন সেটি তদন্ত করে মিথ্যা বলে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। একই সঙ্গে স্থানীয়ভাবে তাঁর বিষয়ে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে তিনি প্রতারক চক্রের সদস্য।

সর্বশেষ খবর