মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালাল স্বজনরা

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন স্বজনরা। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। নিহত গৃহবধূর নাম হাসনা বেগম (৩৫)। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের রাশেদুলের স্ত্রী।

পুলিশের ধারনা, চার সন্তানের জননী হাসনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল পর্যন্ত তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। সৈয়দপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

—সৈয়দপুর প্রতিনিধি

ফুলবাড়ীয়ায় ঐক্য জোটের সভা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর লাঠিপেটায় শিক্ষকসহ দু’জন নিহত হওয়াকে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সোমবার ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে সভায় তিনি এমন মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা। সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জাকির হোসেন, অধ্যাপক শেখ আমজাদ আলী, রোকসানা শিরিন, অধ্যক্ষ জাকির হোসেন, আবদুল হাকিম, মমতাজ উদ্দিন, কামরুজ্জামান, মো. আবদুল মজিদ, মো. ইকবাল হোসেন প্রমুখ। —ময়মনসিংহ প্রতিনিধি

১৫ বীর নারীকে সংবর্ধনা

কুমিল্লায় ১৫ জন বীর নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে।  সোমবার বিকালে কুমিল্লা সদরের বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এইড কুমিল্লা ও দিশা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের এ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। সভাপতিত্ব করেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী। বীর নারীদের জীবন নিয়ে ‘বীরাঙ্গনার কথা’ নামের গ্রন্থ প্রকাশ করায় লেখক শাহাজাদা এমরানকেও সম্মাননা জানানো হয়।

—কুমিল্লা প্রতিনিধি

হাত পা বেঁধে ডাকাতি

ফরিদপুর শহরতলির গেরদা এলাকার সাবেক তহশিলদার মীর মোশাররফ হোসেনের বাড়িতে রবিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির সবাইকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক মীর মোশাররফ হোসেন জানান, রবিবার রাত দেড়টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরের ভেতর ঢুকে। পরে অস্ত্রের মুখে বাড়ীর সবাইকে হাত-পা বেঁধে একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরে ডাকাতদলটি ঘরের বিভিন্ন আলমারী ও ড্রয়ার ভেঙে নগদ ৫ লাখ ৭০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

—ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর