মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত আজ

আফজাল, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও জিকির আসকারের মধ্য দিয়ে গতকাল সোমবার জোড় ইজতেমার চতুর্থ দিন পার হয়েছে। আজ (মঙ্গলবার) জোড় ইজতেমার আখেরি মোনাজাত। জোহরের নামাজের আগে যে কোনো সময় আখেরি মোনাজাত হবে।

চিকিৎসা সেবা : ইজতেমার ৪র্থ দিন গতকাল বিকালে পর্যন্ত টঙ্গী সরকারি হাসপাতালে ইনডোরে ৭০ জন মুসল্লিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর ৯ জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে টঙ্গী রোটারেক্ট ক্লাবের উদ্যোগে গত চার দিনে প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ জিম্মাদার প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, ‘চিল্লাধারী মুসল্লিদের দেশের প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজে ছড়িয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে প্রায় ৬ শতাধিক জামাত দাওয়াতের কাজে বেড়িয়ে গেছেন। আজ (মঙ্গলবার) মোনাজাত শেষে বাকিরাও দেশের বিভিন্ন এলাকায় দাওয়াতের কাজে ছড়িয়ে পড়বেন। এরপর আগামী ১৩ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব  ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি শেষ হবে বিশ্ব ইজতেমা।

সর্বশেষ খবর