বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রেন না থামায় স্টেশন মাস্টার আটক

শিডিউল বিপর্যয়

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিরতিহীন ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন না থামানোয় স্টেশন থেকে সহকারী স্টেশন মাস্টার শফিকুল ইসলামকে তুলে নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল বন্ধ করে দেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে এক ট্রেন বন্ধ থাকায় শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। এ সময় যাত্রীরা স্টেশনে ভাঙচুরের চেষ্টা চালায়। পরে সহকারী স্টেশন মাস্টারকে ছেড়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নরসিংদী রেল স্টেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, একদল মাদক বিক্রেতা কালনী এক্সপ্রেসে ফেনসিডিল ও গাঁজা পাচারের উদ্দেশ্যে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে বলে তাদের কাছে তথ্য ছিল। ট্রেনটিতে অভিযান পরিচালনার জন্য নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি রিকোজিশন দেওয়া হয়। কিন্তু বিরতিহীন ট্রেনের যাত্রবিরতি দেওয়ার সুযোগ নেই জানান সহকারী স্টেশন মাস্টার। শফিকুল ইসলাম বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের রিকোজিশনের বিষয়টি কন্ট্রোলরুমকে জানানো হয়। ট্রেন থামাতে কন্ট্রোল রুমের অনুমতি পাওয়া যায়নি।’

সর্বশেষ খবর