বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

গভীর সাগর থেকে ১৪ ডাকাত আটক

পটুয়াখালী প্রতিনিধি

কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে সোমবার দিবাগত রাতে বোটসহ ১৪ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিস্তা। এ সময় নৌ-সদস্যরা উদ্ধার করেন অপহৃত চার জেলেকে। আটক ডাকাত, উদ্ধার বোট ও জেলেদের গতকাল মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর জাহাজ তিস্তা কুয়াকাটায় গভীর সমুদ্রে টহলরত থাকাকালে ইঞ্জিনচালিত ফিশিং বোট ‘এফবি নার্গিস’র গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে নৌসদস্যরা বোটটিকে ধাওয়া করেন। টের পেয়ে বোটে অবস্থানরত ডাকাতরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র পানিতে ফেলে দেয়। পরে নৌবাহিনীর সদস্যরা বোট থেকে ১৪ ডাকাত আটক এবং চার জেলেকে উদ্ধার করেন। উদ্ধাররা হলেন— আবুল কালাম, করিম ও শফিউল ও আইয়ুব আলী।

সর্বশেষ খবর