বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

গভীর সাগর থেকে ১৪ ডাকাত আটক

কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে সোমবার দিবাগত রাতে বোটসহ ১৪ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ তিস্তা। এ সময় নৌ-সদস্যরা উদ্ধার করেন অপহৃত চার জেলেকে। আটক ডাকাত, উদ্ধার বোট ও জেলেদের গতকাল মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর জাহাজ তিস্তা কুয়াকাটায় গভীর সমুদ্রে টহলরত থাকাকালে ইঞ্জিনচালিত ফিশিং বোট ‘এফবি নার্গিস’র গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে নৌসদস্যরা বোটটিকে ধাওয়া করেন। টের পেয়ে বোটে অবস্থানরত ডাকাতরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র পানিতে ফেলে দেয়। পরে নৌবাহিনীর সদস্যরা বোট থেকে ১৪ ডাকাত আটক এবং চার জেলেকে উদ্ধার করেন। উদ্ধাররা হলেন— আবুল কালাম, করিম ও শফিউল ও আইয়ুব আলী।—পটুয়াখালী প্রতিনিধি

ডিবি পরিচয়ে কৃষকের ২ লাখ টাকা ছিনতাই

ডিবি পুলিশ পরিচয়ে কৃষক আব্দুল মালেকের দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। মালেকের বাড়ি উপজেলার লতিফপুর গ্রামে। জানা গেছে, মালেক জমির বায়না দিতে বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে সাইকেলে মির্জাপুরের উদ্দেশে রওনা হন। গোড়াই মিলগেট এলাকায় পৌঁছলে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মালেককে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে মালেককে মাইক্রোবাসে তুলে টাঙ্গাইলের দিকে রওনা হয়। ডাকাতরা পাকুল্যা বাইপাস এলাকা থেকে মাইক্রো ঘুরিয়ে আবার ঢাকার দিকে রওনা দেয়। এর মধ্যে ছিনতাইকারীরা মালেককে হাত-পা বেঁধে মারপিট করে সঙ্গে থাকা দুই লাখ টাকা নিয়ে মহাসড়কের আছিমতলায় মাইক্রোবাসসহ ফেলে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেছে। মির্জাপুর থানার এসআই মোশারফ হোসেন জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।—টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর