বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে রাখাইন বৌদ্ধদের মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে রাখাইন বৌদ্ধদের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় রাখাইন ও বৌদ্ধদের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় রাখাইন ও বৌদ্ধ সম্প্রদায়ের এক কিলোমিটার ব্যাপী মানববন্ধন হয়েছে। গতকাল বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ জনগণ। মানববন্ধনে রাখাইন-বৌদ্ধরা মিয়ারমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন, গত ১ মাস ধরে রোহিঙ্গাদের ওপর টানা নির্যাতন অব্যাহত থাকলেও বিশ্ববিবেক জেগে উঠেনি। জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে এককাট্টা হয়ে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। চকরিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মাস্টার মংয়াই রাখাইন বলেন, আজকের মানববন্ধনে উপজেলার হারবাং, মানিকপুর, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, মগবাজারসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার রাখাইন নারী-পুরুষ অংশ নেন। এছাড়াও বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের শহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর।

সর্বশেষ খবর