বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

গোপালগঞ্জ মাগুরা মুক্ত দিবস পালিত

গোপালগঞ্জ ও মাগুরা প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জ পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে গতকাল। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় স্থানীয় পৌর পার্ক থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু। এদিকে মাগুরা মুক্ত দিবস ছিল গতকাল। এ উপলক্ষে সকালে শহরের নোমানী ময়দান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে  র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে শেষ হয়। সেখানে মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মাহবুবর রহমান, মুনিবুর রহমান, অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, তানজেল হোসেন খান প্রমুখ। এছাড়া আমাদের প্রতিনিধিরা জানান, কুমিল্লা, চাঁদপুর, মৌলভীবাজার জেলা এবং নেত্রকোনার মোহনগঞ্জ, বারহাট্টা ও গাজীপুরের শ্রীপুর হানাদারমুক্ত দিবস আজ (৮ ডিসেম্বর)। দিবসটি পালন উপলক্ষে স্থানীয় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর