বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতিদিন ডেস্ক

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ৪০ জন। এছাড়া বগুড়া, মৌলভীবাজার, দিনাজপুর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে।

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ৪০ যাত্রী। নিহতদের নাম জানা যায়নি। বগুড়া : শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক রেজানুর রহমানের মৃত্যু হয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালকের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে। মৌলভীবাজার : রাজনগর উপজেলার কর্ণিগ্রামে এলাকায় গতকাল পিকআপ ভ্যানচাপায় কলেজছাত্রী ইতি রাণী দেব নিহত হয়েছেন। ইতি উপজেলার কলাগাঁও গ্রামের মঞ্জু দেবের মেয়ে ও রাজনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। দিনাজপুর : বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে গতকাল সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম বাবু। গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরে গতকাল বিকালে বাসচাপায় আজাদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর