শিরোনাম
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নেত্রকোনা ট্র্যাজেডির ১১ বছর

নেত্রকোনা প্রতিনিধি

আজ ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্রাজেডির ১১ বছর। নেত্রকোনাবাসী এ দিনটিকে ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। প্রতিবছরের ন্যায় এ বছরও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। দিবসটি পালনে পিনপতন নীরবতায় গত ১০ বছর ধরে এই দিনে ৫ মিনিট ‘স্তব্ধ নেত্রকোনা’ পালন করা হয়।

২০০৫ সালের এই দিনে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ৮ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় অর্ধশতাধিক। ২০০৫ সালে ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবসের প্রস্তুতি চলাকালে জেলা শহরের অজহর রোডে উদীচী ও স্থানীয় শতদল সাংস্কৃতিক গোষ্ঠী কার্যালয়ের সামনে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়। প্রথম বোমা বিস্ফোরণের পর সবাই প্রস্তুতি সভা এবং রিহার্সেল থেকে বেরিয়ে আসেন। ঠিক এই সময়ে চোখের পলকে এক সাইকেল আরোহী ভিড়ের মধ্যে দ্রুতবেগে ঢুকে পড়ে। নিস্তেজ হয়ে পড়ে আট প্রাণ। আহত হন অর্ধশতাধিক। নিহতরা হলেন— খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলী, যাদব দাস, রানী আক্তার, জয়নাল, আফতাব, রইছমিয়া ও এক অজ্ঞাতনামা।

সর্বশেষ খবর