বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিনামূল্যের বই পাচার করতে গিয়ে ফেঁসে গেলেন শিক্ষিকা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বিনামূল্যের বই পাচার করার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ঘটনাটি ঘটে মঙ্গলবার বগুড়া আদমদীঘির কাশিমিলা প্রাথমিক বিদ্যালয়ে। জানাজানি হলে এলাকার হাজারো নারী-পুরুষ স্কুলমাঠে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষিকা নুরজাহান বেগমের বিচার দাবিতে বিক্ষোভ করেন। আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা জানান, এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। জানা যায়, কাশিমিলা প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালে বিনামূল্যের বই বিতরণের পর ১৪৬ কপি উদ্বৃত্ত থাকে। কিন্তু প্রধান শিক্ষিকা কোনো বই উদ্বৃত্ত নেই মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করে বইগুলো বস্তায় ভরে স্টোরে রেখে দেন। এদিকে শিক্ষিকা নুরজাহান ওই বিদ্যালয়ে পাঁচ বছর চাকরি করার সুবাদে এলাকায় কিছু ফসলি জমি বন্ধক নিয়ে বর্গা দেন। বর্গায় পাওয়া ধান বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মজুদ রাখেন। মঙ্গলবার ধানের বস্তার সঙ্গে বইয়ের বস্তাও ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্কুলকমিটির এক সদস্য ভ্যানে তল্লাশি চালিয়ে বইগুলো জব্দ করেন।

সর্বশেষ খবর