বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিসিসির বরখাস্ত মেয়র মান্নান রিমান্ড শেষে কারাগারে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে চাঁদাবাজি ও মারধরের মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাকে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক এ নির্দেশ দেন।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ১০ লাখ টাকা চাঁদার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে টঙ্গীর শিলমুন এলাকার মৃত বাছির উদ্দিনের ছেলে মো. রমিজ উদ্দিনকে মারধরের অভিযোগে গত ২৪ নভেম্বর জয়দেবপুর থানায় দায়েরকৃত একটি মামলায় কারাবন্দী মান্নানকে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি নেতা অধ্যাপক এম এ মান্নানকে ঢাকার ডিওএইচএসের বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর