শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চার দিন ধরে বড়পুকুরিয়া থেকে কয়লা পরিবহনে অচলাবস্থা

খনি এলাকায় আটকা শতাধিক ট্রাক, পার্বতীপুর-ফুলবাড়ী সড়কে যানজট

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরের স্থানীয় কয়লা ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে বড়পুকুরিয়া খনির কয়লা বিক্রি ও পরিবহনে চারদিন ধরে অচলাবস্থা বিরাজ করছে। ৪ ডিসেম্বর খনি কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ফলে ৫ ডিসেম্বর থেকে তারা আগের কেনা কয়লা বিক্রি ও পরিবহন বন্ধ করে দিয়েছেন। খনি থেকে কয়লা পরিবহন বন্ধ থাকায় কয়লা নিতে আসা শত শত ট্রাক গেটে আটকা পড়ে আছে। সিলেট, নোয়াখালী, নাটোর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়লা নিতে আশা অপেক্ষমাণ ট্রাকে যানজট সৃষ্টি হয়েছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে। স্থানীয় কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘খনির সূচনালগ্ন থেকে আমরা কয়লার ব্যবসা করে আসছি। খনির যখন কয়লা বিক্রিতে ভাটা পড়েছিল সেই সময় আমরা বিভিন্ন মালিকের কাছে কয়লা বিক্রি করে দিয়েছি। অথচ এখন তারা আমাদের কাছে কয়লা বিক্রি বন্ধ করে দিয়েছে। এতে ৪০-৫০ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।’ বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক সাহিদুর রহমান জানান, কয়লা বিক্রি বন্ধ নাই তবে একটু কমে গেছে। খনির উপ-মহাব্যবস্থাপক জাফর সাদিক বলেন, স্থানীয় ব্যবসায়ী কেউ কয়লা ব্যবহারকারী প্রতিষ্ঠানের মালিক নন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কেবল কয়লা ব্যবহারকারী প্রতিষ্ঠানের কাছে কয়লা বিক্রি করবে।’

শ্রমিকদের আলটিমেটাম : চাকরি স্থায়ীকরণের দাবিতে আলটিমেটাম দিয়েছেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা। ১৩ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না করা হলে ১৪ ডিসেম্বর দুপুর থেকে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন। গতকাল খনির প্রশাসনিক গেটে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বড়পুকুরিয়া খনি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক।

সর্বশেষ খবর