শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্ত দিবসে ছয় জেলায় নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

বরিশাল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, পিরোজপুর ও পটুয়াখালী মুক্ত দিবস ছিল গতকাল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে হানাদারমুক্ত হয় এসব জেলা। স্থানীয় বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করেছে। প্রতিনিধিদের খবর— বরিশাল : সকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভায় মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ কুতুব উদ্দিন আহমেদ। একই সময়ে বাংলাদেশ ব্যাংক মোড় থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে নগরীতে বিজয় র‌্যালি বের হয়।  কুমিল্লা : জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে টাউনহল প্রাঙ্গণে জাতীয় পতাকা, একাত্তরের পতাকা, মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা ও ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসের পতাকা উত্তোলন করা হয়। পরে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে র‌্যালি বের হয়ে নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। এখানে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। ব্রাহ্মণবাড়িয়া : ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ব্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর  রহমান। এ সময়  মোরশেদুল ইসলাম, আল মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মৌলভীবাজার : মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। পরে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী : সকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুর : স্বাধীনতা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলেশ্বর নদের খেয়াঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

সর্বশেষ খবর