শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

নেত্রকোনা ‘ট্র্যাজেডি’ দিবস পালিত

নেত্রকোনায় পালিত হয়েছে উদীচী বোমা হামলার ১১তম ট্র্যাজেডি দিবস। গতকাল সকালে উদীচী কার্যালয়ের পাশে হায়দার ও শেলী স্মরণে নির্মিত স্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতিকর্মীরা। পরে ট্র্যাজেডি উদযাপন পর্ষদের উদ্যোগে স্থানীয় শহীদ মিনারের সামনে পাঁচ মিনিট নীরবতার মধ্য দিয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ পালিত হয়। এরপর শহীদ মিনারের সামনে থেকে অসাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল বের হয়। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচীর সম্মেলনে জঙ্গীদের আত্মঘাতী বোমা হামলায় উদীচী কর্মী খাজা হায়দার হোসেন, সুদীপ্তা পাল শেলীসহ আটজন নিহত হন। আহত হয়েছিলেন অর্ধশতাধিক। এরপর থেকে নেত্রকোনায় দিবসটি ট্র্যাজেডি দিবস হিসেবে পালন হয়ে আসছে।

—নেত্রকোনা প্রতিনিধি

সুধীজন সমাবেশ

তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার মাষ্টার প্লান বাস্তবায়নে সুধীসমাজের সঙ্গে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কমিউিনিটি সেন্টারে মেয়র মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রশিদুল মান্নাফ কবীর। বিশেষ অতিথি ছিলেন দেবাশীষ চক্রবর্তী, মুক্তার আলী খান, মাধুরী রানী রায়। তৌফিকুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, আশকার আলী, কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। —মেহেরপুর প্রতিনিধি

ভোলায় রোভার মুট

ভোলায় ৫ দিনব্যাপী রোভার মুট গতকাল শুরু হয়েছে। সকালে ভোলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটসের কমিশনার ও মুটের চিফ প্রফেসর পারভীন আক্তার, জেলা রোভারের সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ মাকসুদুর রহমান প্রমুখ।

—ভোলা প্রতিনিধি

কলেজ সরকারিকরণের দাবি

কুমিল্লার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রীরা। গতকাল নগরীর টাউন হল কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রী পলি রানী দাস। বক্তব্য রাখেন, শিক্ষার্থী কামরুন্নাহার, উম্মেহানি, সানজিদা আক্তার, সাদিয়া আফরিন প্রমুখ। —কুমিল্লা প্রতিনিধি

পিঠা উৎসব

প্রায় ৫০ প্রকার পিঠা নিয়ে গতকাল ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউট মাঠে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন  জানান, বাংলার ঐতিহ্য তরুণ সমাজের সামনে তুলে ধরতে এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে সমাজকে দূরে রাখতে এ আয়োজন। —ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর