শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চলন্ত ট্রেনে আগুন, লাফিয়ে শতাধিক যাত্রী আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারী-শিশুসহ শতাধিক যাত্রী আহত হন। কালীগঞ্জের আউটার সিগন্যাল এলাকায় আন্তনগর উপকূল এক্সপ্রেসে গতকাল এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গতকাল বিকালে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীর উদ্দেশে রওনা হয়। বিকাল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছায়। এ সময় চলন্ত ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয় এবং মুহূর্তে পুরো ট্রেনটি ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে নারী-শিশুসহ যাত্রীরা লাফিয়ে নিচে পড়তে থাকেন। তাদের চিৎকার ও হুড়োহুড়ির একপর্যায়ে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে এসে থামে। স্থানীয়রা জানান, ট্রেন থেকে লাফিয়ে পড়ে শতাধিক যাত্রী সামন্য আহত হয়েছেন। ট্রেনের গতি কম থাকায় কেউ গুরুতর জখম হননি। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সাত্তার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। কালীগঞ্জ রেল স্টেশনের মাস্টার দিলীপচন্দ্র জানান, চলন্ত ট্রেনের দুটি বগির মাঝখানের সংযোগে প্লাস্টিকের পাইপে আগুন ধরে যায়। এতে দড়িপাড়া এলাকায় এসে থেমে যায় ট্রেনটি। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ট্রেনটি পুনরায় নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়।

সর্বশেষ খবর