শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নাসিরনগরে তাণ্ডব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাহাঙ্গীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বিকালে     সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে জাহাঙ্গীর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে  ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে। তবে ঘটনার দিন ৩০ অক্টোবর নাসিরনগরে সমাবেশে লোক পাঠানোর জন্য ৫টি ট্রাক ভাড়া এবং ভাড়ার ১০ হাজার টাকা পরিশোধ করার কথা স্বীকার করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, স্বীকারোক্তিতে ফেসবুকে পোস্ট দেওয়ার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে জাহাঙ্গীর। রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জাহাঙ্গীর হরিপুরের আল আমিন সাইবার ক্যাফের মালিক। ধর্মীয় অবমাননাকর ছবিটি তার দোকান থেকে আপলোড করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

সর্বশেষ খবর