শিরোনাম
শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিলুপ্ত ছিট দাসিয়ারছড়ায় উন্নয়নের ছোঁয়া

রাস্তা-ঘাট সংস্কার, স্বাস্থ্যসেবা শিক্ষাসহ ত্রাণ সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি

ছিটমহল নামের দীর্ঘদিনের গ্লানি মুছে সদ্য বাংলাদেশি পরিচয় পাওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া নানমুখী উন্নয়নের ছোঁয়ায় দ্রুত এগিয়ে যাচ্ছে। রাস্তা-ঘাট সংস্কার, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ ত্রাণ সহায়তা পেয়ে দীর্ঘদিনের না পাওয়ার বেদনা ঘুচাতে শুরু করেছেন সাবেক এ ছিটের বাসিন্দারা। বয়স্কভাতা, ভিজিডি কার্ড সহায়তাসহ সরকারি নানা সাহায্যে দারুণ খুশি দাসিয়ারছড়ার মানুষ। দাসিয়াছড়ার বানিয়াটারী গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন, সামছুল হকের স্ত্রী আলেয়া বেগম, বাচ্চু মিয়ার স্ত্রী সায়মা বেগম, আক্কাছ আলীর স্ত্রী রাবেয়া বেগম, খড়িয়াটারী গ্রামের শুকু মিয়ার স্ত্রী জাবেদা বেগম বলেন, ‘আমরা ভিজিডি কার্ড পেয়ে খুশি। এই কার্ড পেতে আমাদের কোনো টাকা খরচ করতে হয়নি। উপজেলা মহিলা অধিদপ্তরের আপা ও তার লোকজন বাড়ি বাড়ি গিয়ে নাম লিখে কার্ড দিয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে সরকারের দেওয়া ৩০ কেজি চাল আমাদের অনেক উপকার করবে। আমরা হাসিনা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় যেখানে বাড়ির সংখ্যা এক হাজার ৩৬৪টি সেখানে নারীদের জন্য ভিজিডি কার্ড সহায়তার জন্য বারদ্দ দেওয়া হয় দুই হাজার ৯৫০টি। ইতোমধ্যে বরাদ্দকৃত ভিজিডি কার্ডের এক হাজার ৯০০টি মহিলাদের মাঝে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট কার্ড আবেদনের মাধ্যমে যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। উপজেলা মহিলা কর্মকর্তা প্রভাতী মাহাতো জানান, কোনো প্রকার হয়রানি, দালাল, কিংবা অর্থের অবৈধ লেনদেন ছাড়াই যোগ্যদের ভিজিডি কার্ডের আওতায় আনা হচ্ছে। স্বচ্ছভাবে তালিকা প্রণয়নের মাধ্যমে দাসিয়ারছড়ার নারীদের সরকারের এই সেবা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর