শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

উল্লাপাড়ায় দিনদুপুরে পাওয়ার টিলার লুট

সৈয়দ বাহিনীর অত্যাচার থামছে না

সিরাজগঞ্জ প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দ বাহিনীর হুমকিতে ১০ মাস যাবত উল্লাপাড়ার খাদুলী গ্রামের ৪৫ পরিবার এলাকা ছেড়ে পালিয়ে থাকলেও এ বাহিনীর হাত থেকে তাদের কৃষি উপকরণও রক্ষা পাচ্ছে না। সন্ত্রাসী সৈয়দ বাহিনীর ভয়ে পার্শ্ববর্তী বড় কোয়ালিবেড় গ্রামে আত্মীয়ের বাড়িতে পাওয়ার টিলার রেখে আসলেও দিনে-দুপুরে সৈয়দ বাহিনীর সন্ত্রাসীরা তা লুট করে নিয়ে গেছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কৃষক আবদুল আলিম ও তার ফুফাতো ভাই শরীফুল ইসলাম জানান, সৈয়দ বাহিনীর ভয়ে এলাকা ছেড়ে প্রায় নয় মাস যাবত ঢাকায় পালিয়ে রয়েছি। লুট করে নিয়ে যাওয়ার ভয়ে বসতবাড়ির আসবাবপত্র ও কৃষিকাজে ব্যবহূত প্রায় লক্ষাধিক টাকা মূল্যের পাওয়ার টিলার পার্শ্ববর্তী বড় কোয়ালিবেড় শ্বশুর গোলজার হোসেনের বাড়িতে রেখে দেই। কিন্তু সেখান থেকেও রক্ষা হয়নি। সকালে সৈয়দ বাহিনীর সদস্য হুকুম আলী, জব্বার আলী, মীর, জাহিন, রবিউল, রজব, মুকুল, মাসুদ, আকছেদ, কুদ্দুস, ইস্রাফিল, সাইদ, মনসুর, সাহাব, শহিদুল, জালাল, নাদু, আসমত, শহিদুলসহ ৪০-৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে কোয়ালিবেড় গ্রামে গিয়ে প্রকাশ্যে পাওয়ার টিলার লুট করে নিয়ে যায়। বিষয়টি উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কোয়ালিবেড় গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী জানান, দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে গোলজারের বাড়িতে হামলা চালিয়ে পাওয়ার টিলার লুট করে নিয়ে যায়। আমি নিজে পুলিশকে বিষয়টি অবগত করেছি কিন্তু পুলিশ আসেনি। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ জানান, এ ব্যাপারে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি। বিষয়টি তার জানা নেই। তবে উপ-পরিদর্শক কাওয়ার জানান, পরস্পরের কাছে বিষয়টি শুনেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারেনি।

সর্বশেষ খবর