রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সব শান্তিপ্রিয় দেশকে এগিয়ে আসার আহ্বান

প্রতিদিন ডেস্ক

৬৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল গতকাল। দিনটি পালনে বিভিন্ন জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। বরিশালে সবাবেশে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধে সব শান্তিপ্রিয় দেশকে এগিয়ে আসার আহবান জানান। বরিশাল : নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ডা. সৈয়দ হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জীবন কৃষ্ণ দে, প্রফেসর শাহ সাজেদা, রহিমা সুলতানা কাজল, নিগার সুলতানা হনুফাসহ অন্যরা। কক্সবাজার : জেলা মানবাধিকার কাউন্সিল শাখার উদ্যোগে শহরে র‌্যালি শেষে আদালত চত্বরে সভা হয়। সভায় বক্তারা বলেন, আরাকানকে মুসলিমশূন্য করার লক্ষ্যে মিয়ানমারের সেনা-পুলিশ-বিজিপি ও উগ্র বৌদ্ধরা গণহত্যা চালাচ্ছে। মিয়ানমার চরমভাবে মানবাধিকারের লঙ্ঘন করছে। র‌্যালিতে নেতৃত্ব দেন অ্যাড. আজম মাঈন উদ্দিন।  নড়াইল :  র‌্যালি শেষে আয়ুব খান বুলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন খান নিলু, শরফুল আলম লিটু প্রমুখ। বক্তারা রোহিঙ্গা মুসলমানসহ বিশ্বের সব নির্যাতিত মানুষের প্রতি সহনশীল আচরণের জন্য বিশ্বনেতাদের প্রতি আহবান জানান।

সর্বশেষ খবর