রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ধামরাই পৌরসভা সিসি ক্যামেরার আওতায়

ঢাকার ধামরাই পৌরসভা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যেই পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে প্রায় শতাধিক ক্যামেরা। আরোও বসানো হবে ৫০টি। আর ক্যামেরাগুলোর কন্ট্রোল রুম থাকছে পৌরসভা অফিসের একটি কক্ষে। ধামরাইয়ে সম্প্রতি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার পর পৌরমেয়র এই উদ্যোগ গ্রহণ করেন। পৌরমেয়র গোলাম কবির জানান, পৌর এলাকা উন্নয়নের পাশাপাশি সিসি ক্যামেরায় অপরাধ দমন হবে। পৌরবাসী শান্তিতে বসবাস করতে পারবেন।—ধামরাই প্রতিনিধি

বসতবাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন নবী হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত ও বসতবাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। —রূপগঞ্জ প্রতিনিধি

মাগুরায় সংঘর্ষ, আহত ১০

মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে শুক্রবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর লুটপাট করা হয়েছে। সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাব্বির মোল্যা ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্পাদক আয়ুব হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। —মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর