মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই একর আনারস বাগান নষ্ট করার ঘটনায় আটক ৫

দোষীদের বিচার চান ক্ষতিগ্রস্তরা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে দুই একর জমির আনারস বাগান কেটে নষ্ট করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকরা হলেন- মংলা অং মারমা, হ্লা তু আ মারমা, রেনা মারমা, আতি প্রু মারমা ও চাই ঞু রুই মারমা। নানিয়ারচর উপজেলার বুড়িঘাট মধ্যমপুলি পাড়া থেকে গতকাল তাদের আটক করা হয়। গত শনিবার রাতে আনারসের চারা কেটে ফেলার অভিযোগে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক জামাল ও মধু মিয়া। এদিকে ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেফতার ও বাগান মালিকদের ক্ষতিপূরণ দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন। গতকাল বেলা ১১টায় শহরের চেম্বার অব কমার্সের কক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অ্যাড. আবছার আলি, আব্দুল মান্নান ও মো. ইউনুস।

জানা গেছে, শনিবার মধ্যরাতে নানিয়ারচরের বুড়িঘাট মধ্যমপুলি পাড়ায় একদল দুর্বৃত্ত জামাল ও মধু মিয়ার বাগানে হানা দিয়ে প্রায় ৮২ হাজার আনারস গাছ কেটে ফেলে। কি কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দেখা দিয়েছে চাপা আতঙ্ক। ক্ষতিগ্রস্তরা জানান, সব হারিয়ে এখন তারা প্রায় নিঃস্ব হয়ে গেছেন। রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, অপরাধীকে ছাড় দেওয়া হবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর