শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ময়মনসিংহে শিক্ষক নিয়োগে অনিয়ম

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে স্বজনপ্রীতি ও  মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন চাকরি প্রত্যাশীরা। তারা বলছেন, নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক শাহিনুর রহমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেনের চাচাতো ভাই। এছাড়াও তার কাছ থেকে নেওয়া হয়েছে ১০ লাখ টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার কবীর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মকবুল  হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহা-পরিচালক (ডিজি)’র প্রতিনিধি ইউনূছ ফারুকী জানান, যে ভালো করেছে তাকেই নিয়োগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর ভাবখালী উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগে শূন্য পদে নিয়োগ পরীক্ষা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ওই পদ শূন্য হলেও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৫ সালের ৯ জুন।

সর্বশেষ খবর