শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই দশক পর সম্মেলন : পকেট কমিটি করার পাঁয়তারা

পিরোজপুর বিএনপি

পিরোজপুর প্রতিনিধি

দুই দশকের বেশি সময় পরে এবার পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর। তবে জেলা বিএনপির ব্যর্থতায় হয়নি। এরপর আরও তিনবার সম্মেলনের তারিখ পরিবর্তন হয়ে ১৯ ডিসেম্বর সম্মেলন হওয়ার কথা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক। কিন্তু জেলা বিএনপির একটি পক্ষের দাবি জেলার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে কেউ কেউ চান না সম্মেলন হোক। সম্মেলন ছাড়া কেন্দ্র থেকে পকেট কমিটি করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সম্মেলন নিয়ে এত টালবাহানা করছে এ নেতারা। ১৯৯৫ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল পিরোজপুর জেলা বিএনপির। এরপর দীর্ঘ সময় সম্মেলন না হলেও জেলা কমিটি হয়েছে বহুবার। কোনটি আহ্বায়ক কমিটি, কোনটি আংশিক, হয়েছে পূর্ণাঙ্গ জেলা কমিটিও। আবার এক দিনের জন্য জেলা কমিটি ঘোষণার কারিশমাও দেখিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে পিরোজপুর জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে গাজী নূরুজ্জামান বাবুল সভাপতি ও ফকরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শহীদুল হক জামাল সভাপতি ও শহিদুল ইসলাম নীরুকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয় কেন্দ্র। ২০০৩ সালে  শহিদুল ইসলাম নীরুকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি দেয় হাওয়া ভবন। এরপর ২০০৯ সালে গাজী নূরুজ্জামান বাবুলকে আহবায়ক করে কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি। এ কমিটি ঘোষণার  কিছুদিন পরে আলমগীর হোসেনকে আহ্বায়ক করে জেলা কমিটি ঘোষণা করে। একদিন পরে তা বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখে কেন্দ্র। এরপর ২০১২ সালে গাজী নূরুজ্জামান বাবুলকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি দেয় কেন্দ্রীয় কমিটি। মূলত ২০০৯ সালের পর থেকেই পিরোজপুর বিএনপি গাজী নূরুজ্জামান বাবুল ও আলমগীর হোসেন এ দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে। এ দুই নেতার কোন্দলের কারণে ২০১২ সালের কমিটির পরে একাধিক বার জেলা সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও সম্মেলন হয়নি। গত কয়েক বছরে এ দুই নেতার বাইরেও গড়ে উঠে আরও দুটি সাব গ্রুপ। এ বছর সারা দেশে বিএনপি সম্মেলনের প্রস্তুতি নিলে পিরোজপুরে ২৭ নভেম্বর জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করে কেন্দ্র। এ লক্ষ্যে ২০ নভেম্বরের মধ্যে সব ইউনিটের সম্মেলন সমাপ্ত করার নির্দেশ থাকলেও তাতে ব্যর্থ হয় জেলা বিএনপি। ফলে নির্ধারিত তারিখে হয়নি সম্মেলন। এরপর আরও দুই-তিনটি সম্মেলনের মৌখিক তারিখের কথা জানান জেলা সাধারণ সম্পাদক। সবমিলিয়ে আবারও অনেকটা অনিশ্চিত সম্মেলন। পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত জানান, সম্মেলন হলে তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে কমিটি করতে জটিলতা হতে পারে। তাই একটি পক্ষ সম্মেলন চায় না। এদের কারণেই সম্মেলন অনিশ্চিত হয়ে পড়েছে। সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা মামলায় জর্জরিত। তাই সময় মতো ইউনিটগুলোর সম্মেলন সম্ভব হয়নি।

সর্বশেষ খবর