শিরোনাম
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মমিন আলী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিজয় দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকাল ১০টায় বিজয় মিছিল নিয়ে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মমিন আলীর সমর্থকরা শ্রীনগর বাজারে জড়ো হয়। শাহ মোয়াজ্জেম গ্রুপও সমবেত হয় শ্রীনগর বাজারে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এতে মমিন আলী গ্রুপের ১০ নেতা-কর্মী আহত হন। পরে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে শ্রীনগর বাজারের রাস্তা প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে মমিন সমর্থকরা। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মোরেলগঞ্জে অনুষ্ঠান বর্জন  : মোরেলগঞ্জ প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে মহান বিজয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে পতাকা উত্তোলন শেষে মাইকে ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধারা মাঠ ত্যাগ করেন।  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান এ সময় ক্ষোভের সঙ্গে সবার উদ্দেশে বলেন, ‘সম্প্রতি বৃদ্ধ মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী হাওলাদারকে (৭০) মারপিট করে চেয়ারম্যান আবদুর রহিম বাচ্চু। ওই ঘটনায় মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর জামিন নিয়ে বাচ্চু গত বুধবার মোরেলগঞ্জে আসে। এ সময় প্রশাসনের লোকজন তাকে বিশেষ নিরাপত্তা দেয়। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। উপজেলা বিএনপি সংবর্ধনা দেয় মুক্তিযোদ্ধাদের। বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং শীত বস্ত্র প্রদান করেন। উপজেলা বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর