রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা

মৌলভীবাজার স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা

উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুপুর থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ থেকে মোট ১২টি ঘোড়া এতে অংশ নেয়। প্রথম পর্যায়ে দৌড়ের মাধ্যমে বাছাইকৃত চারটি ঘোড়ার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করে মৌলভীবাজারের বালিকান্দি গ্রামের জালালীয়া ঘোড়া। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মনিরাজ এবং রণজীত ঘোড়া। বিজয়ীদের রঙিন টিভিসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ্ জালাল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাউর রহমান।

সর্বশেষ খবর