শিরোনাম
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিট কর্মকর্তাকে ঘুষ না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা

শ্রীপুর প্রতিনিধি

এক লাখ টাকা ঘুষ না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িঘরে হামলা চালিয়ে তছনছ করার অভিযোগ উঠেছে গাজীপুর শ্রীপুর সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে। শ্রীপুর পৌর এলাকার কেওয়া (চন্নাপাড়া) গ্রামের হাবিজুল ইসলাম আতাবুল্লাহর বাড়িতে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আতাবুল্লাহ জানান, পৈতৃক ও ক্রয় করা জমিতে তারা ঘরবাড়ি নির্মাণ করে প্রায় ৭৫ বছর ধরে বসবাস করছেন। শনিবার স্থানীয় আবু তাহের, আব্দুল কাদির ও ফারুক আহম্মেদের যোগসাজশে শ্রীপুর সদর বিট কর্মকর্তা রফিকুল ইসলাম তাদের বাড়িতে হামলা চালিয়ে টিনশেড ঘর কুপিয়ে তছনছ করে। আতাবুল্লাহর দাবি, তাহের, কাদির ও ফারুকের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ রয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানা ও আদালতে একাধিক মামলা আছে। মামলার জের ধরে প্রতিপক্ষের যোগসাজশে বিট কর্মকর্তা আমার কাছে এক লাখ টাকা ঘুষ চান। না দেওয়ায় প্রতিপক্ষের লোকজনের সহায়তায় রফিকুল তার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন।

বিট কর্মকর্তা জানান, ঘুষ চাওয়ার অভিযোগ সঠিক নয়। তারা বন বিভাগের জমিতে ঘর নির্মাণ করেছে। বন কর্মীদের নিয়ে তা উচ্ছেদ করতে গেলে তাদের পাওয়া যায়নি।

সর্বশেষ খবর