সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুঠোফোনে প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অপরিচিত নম্বর থেকে আসে ফোন। ও প্রান্তে নিজেকে পরিচয় দেওয়া হয় সিলেটের ‘এডিসি জেনারেল’ শহীদুল ইসলাম চৌধুরী হিসেবে। বলা হয়, ‘স্বাস্থ্যমন্ত্রী আপনাকে খুঁজছেন’। এরপর ‘স্বাস্থ্য সচিবের’ নম্বর দিয়ে দ্রুত যোগাযোগ করতে বলা হয়। ‘স্বাস্থ্য সচিব’ একটি ‘লাশের’ কথা বলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। ‘আঞ্জুমানে মুফিদুল ইসলাম’ থেকে ‘লাশ ছেড়ে দেওয়ার জন্য’ চাওয়া হয় টাকা। ঠিক এভাবেই ভয়ঙ্কর এক প্রতারক চক্র ঘিরে ধরেছে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের। কয়েক দিনে প্রতারক চক্র তাদের ফাঁদে ফেলতে চেয়েছে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আবদুর রকিব তুহিন, রেজাউল হাসান কয়েস লোদী,  সৈয়দ তৌফিকুল হাদী, আবদুল মুহিত জাবেদ ও জাহানারা খানম মিলনসহ কয়েকজনকে। জানা যায়, মোবাইলে ফোন দিয়ে বিভ্রান্তিতে ফেলে কাউন্সিলরদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করে চক্রটি। সিমকার্ডের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পরও প্রতারক চক্রের এরকম অপকর্মে ক্ষুব্ধ কাউন্সিলররা। ভুক্তভোগী এসব কাউন্সিলর বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত তিন দিন ধরে দুটি নম্বর থেকে কাউন্সিলরদের ব্যক্তিগত মোবাইলে ফোন আসে। ও প্রান্ত থেকে নিজেকে সিলেটের ‘এডিসি জেনারেল’ শহীদুল ইসলাম চৌধুরী বলে পরিচয় দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের কথা বলে ভুয়া এই এডিসি কাউন্সিলরদের আরেকটি নম্বরে ‘স্বাস্থ্য সচিবের’ সঙ্গে যোগাযোগ করতে বলেন। ফোন করার পর ‘স্বাস্থ্য সচিব’ পরিচয়দানকারী ব্যক্তি বলেন, ‘আপনার ওয়ার্ডের একটি ছেলে (কখনো মেয়ে) স্বাস্থ্যমন্ত্রীর বাসায় কাজ করত। তার মা (কখনো বাবা) ঢাকায় দুর্ঘটনায় মারা গেছেন। তার লাশ আঞ্জুমানে মুফিদুল ইসলামে রাখা হয়েছে। লাশটি দাফনের জন্য স্থানীয় কাউন্সিলরের নামে দুই লাখ টাকার চেক পাঠানো হচ্ছে। লাশের সঙ্গে যাওয়া পুলিশের কাছ থেকে ওই চেকটি সংগ্রহের পরামর্শ দিয়ে কথিত ওই স্বাস্থ্য সচিব লাশ সিলেটে নেওয়ার জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন। দেওয়া হয় একটি নম্বর। সেখানে ফোন দেওয়া হলে বলা হয়, ‘লাশ নেওয়ার জন্য ওই নম্বরে বিকাশ করে টাকা পাঠিয়ে দিন।’ বিষয়টি কাউন্সিলরদের কাছে রহস্যজনক মনে হওয়ায় তারা যখন উল্টো জেরা শুরু করেন, তখনই প্রতারক চক্র ফোন ধরা বন্ধ করে দেয়। তাদের আর ফোনে পাওয়া যায় না।

সর্বশেষ খবর