সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

টিকা নেওয়ার পরও ওরা পোলিও আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি

টিকা নেওয়ার পরও ওরা পোলিও আক্রান্ত

পোলিও আক্রান্ত দুই শিশু —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করার পরও ফরিদপুরের নগরকান্দা উপজেলার কল্যাণপুট্টি গ্রামে একই পরিবারের দুই শিশু পোলিওতে ভুগছে বলে জানা গেছে। এরা হচ্ছে পারভেজ মাতুব্বর (১৩) ও সম্রাট মাতুব্বর (১১)। যখন তাদের বয়স ৫-৬ বছর তখন প্রথমে পারভেজের পরে সম্রাটের ডায়রিয়া ও জ্বর হয়। এর পরই তাদের পা দুটি অবশ হতে থাকে। আস্তে আস্তে পায়ের মাংসপেশি শুকিয়ে যায়। তারা এখন হাঁটতে-চলতে পারে না। মা আঞ্জুয়ারা বেগম তাদের নিয়ে কল্যাণপুট্টি গ্রামের বেড়িবাঁধে ভাঙা ঘরে বাস করেন। আঞ্জুয়ারা জানান, তার আরেক ছেলে তামিম (৬) ও মেয়ে মারিয়াও (৪) অসুস্থ। তাদেরও একই অবস্থা হতে পারে। নগরকান্দা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু দুটির পোলিও আক্রান্ত। তবে কোনো স্নায়ু রোগেও পঙ্গুত্ববরণ করতে পারে। পরীক্ষার পরই বলা যাবে এটা পোলিও রোগ কিনা। আঞ্জুয়ারা বেগম বলেন, ‘সন্তানদের জন্মের পর পোলিওসহ সব টিকাই দেওয়া হয়েছে। তার পরও কেন ওদের এই রোগ হলো বুঝি না। আমাদের জমিজমা নাই। সরকার সাহায্য না করলে চিকিৎসা করাব কেমনে।’ আঞ্জুয়ারা জানান, কয়েক বছর ঘোরাঘুরি করে সম্প্রতি উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী দুই ছেলের নামে ভাতা মঞ্জুর করাতে পেরেছেন। ভিজিডি কার্ড বা সরকারি-বেসরকারি আর কোনো সাহায্য আজও ভাগ্যে জোটেনি তাদের। স্বামী সৈয়দ আলী স্ত্রী-সন্তানদের ফেলে প্রায় তিন বছর ধরে গাঢাকা দিয়ে রয়েছেন।

সর্বশেষ খবর