শিরোনাম
সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার জমি দখলে নিতে হুমকি গ্রামে যেতে পারছে না পরিবার

ফরিদপুর প্রতিনিধি

নগরকান্দা উপজেলার দুলালী গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম মহিউদ্দিন মোল্যার বেশকিছু জমি দখলের পাঁয়তারা করছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে তাদের অত্যাচারে দিশাহারা মহিউদ্দিনের পরিবার। বিষয়টি একাধিকবার প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও লাভ হয়নি। অভিযোগ রয়েছে, দখলদারদের একের পর এক হুমকির কারণে গ্রামে যেতে পারছেন না মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা যায়, দুলালী গ্রামের মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্যা ১৯৬৯ সালে ২০৭ নম্বর মৌজার দুই একর ৬১ শতাংশ জমি আদালতের নিলামের মাধ্যমে খরিদ করেন। এরপর থেকে ওই জমি তারা ভোগদখল করে আসছেন। মহিউদ্দিন মোল্যার মৃত্যুর পর জমিটির দিকে নজর পড়ে স্থানীয় আবুল হোসেন ওরফে বাবুল গংদের। মুক্তিযোদ্ধার পরিবারটি শহরে বসবাস করার সুযোগে তারা খাজনা মোকদ্দমার মাধ্যমে জাল ডিক্রি তৈরি করে। জানতে পেরে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ডিক্রিটি তল্লাশি করে এর পক্ষে সঠিক কাগজপত্র পাননি। মহিউদ্দিনের ছেলে সাইফউদ্দিন বিপ্লব জানান, বাবুলের দাবিকৃত ডিক্রিটি ভুয়া। এটি জাল করে বানানো হয়েছে। এটি বাতিলের জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করা হয়েছে। বিপ্লব বলেন, ‘বাবুল গং তাদের দখলে থাকা জমিতে চাষাবাদ করতে বাধা দিচ্ছে। যারা চাষ করতে যাচ্ছে তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’ আবুল হোসেন ওরফে বাবুল জানান, জমি দখলের বিষয়টি সঠিক নয়। আমি জমি নিয়ে ভাঙ্গা আদালতে একটি দেওয়ানি মামলা করেছি। আদালত যে রায় দেবে সেটিই আমি মেনে নেবো। দুলালী গ্রামের বয়োবৃদ্ধ কয়েকজন জানান, মহিউদ্দিন মোল্যা একজন মুক্তিযোদ্ধা। তিনি সরকারি নিলামের মাধ্যমে জমিগুলো কিনেছেন। তার মৃত্যুর পর একটি চক্র জমিগুলো হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। শুধু মহিউদ্দিনের জমিই নয়, অনেক নিরীহ ব্যক্তির জমির দিকেও চক্রটির চোখ পড়েছে। স্থানীয় ইউপির চেয়ারম্যান জানান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্যাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। জমি সংক্রান্ত বিষয়টিও তিনি শুনেছেন।

সর্বশেষ খবর