সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রক্ষা পাবে কোটি টাকার ফসল

কাঁদর খালের লিজ বাতিলের সুপারিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‘পানির অভাবে বিজয়নগরে বোরো আবাদ ব্যাহত’ বাংলাদেশ প্রতিদিনে গত ১২ ডিসেম্বর এ সংক্রান্ত খবর প্রকাশের পর দুই দফায় সরেজমিন পরিদর্শন করেছে তদন্ত কমিটি। বিজয়নগর কৃষি কর্মকর্তা মশকর আলী কাঁদর খাল লিজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং কৃষি ও কৃষকের স্বার্থে ওই খালের লিজ বাতিলের সুপারিশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত সপ্তাহে এ সংক্রান্ত সুপারিশ পেশ করেন। এতে উল্লেখ করা হয়, খালটির বর্তমান লিজ গ্রহীতাকে না দিয়ে বুধন্তী ইউনিয়ন পরিষদকে দেওয়া যেতে পারে। এতে স্থানীয় কৃষক উপকৃত হবেন। রক্ষা পাবে কোটি টাকার ফসল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার উন নেছা শিউলী তদন্ত রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করে বলেন, লিজগ্রহীতা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সোমবার (আজ) উপজেলা প্রশাসনে ডেকেছি।’ জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাঁদর খাল লিজ দেওয়ায় অন্তত ৭ হাজার ৫০০ একর জমি পানির অভাবে শুকিয়ে যায়। কারণ খালে মাছ ধরার জন্য দেওয়া হয় বাঁধ। এতে পানির অভাবে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। সূত্র জানায়, এক একর জমিতে ৬০ মণ ধান উৎপাদন হয়। সে হিসাবে সাত হাজার ৫০০ একর জমিতে অন্তত সাড়ে চার লাখ মণ ধান হওয়ার কথা। কিন্তু খালটি লিজ দেওয়ায় বিপুল পরিমাণ ফসলি জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর