সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাবনা মুক্ত দিবস পালিত

পাবনা প্রতিনিধি

পাবনা হানাদারমুক্ত দিবস ছিল গতকাল। বিজয়ের দুই দিন পর ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর শত্রুমুক্ত হয় এ জেলা। দিবসটি উপলক্ষে গতকাল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। সকালে নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ দুর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা করে। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটির তাত্পর্য নিয়ে আলোচনা সভা করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর