শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঠিকাদারের হাতে সওজের প্রকৌশলী লাঞ্ছিত

কুবিতে সহকর্মীর হাতে শিক্ষক

সিরাজগঞ্জ ও কুমিল্লা প্রতিনিধি

সিরাজগঞ্জে ঠিকাদারের হাতে সওজের প্রকৌশলী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকর্মীর হাতে শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ও গত শুক্রবার এ দুটি ঘটনা ঘটে। বকেয়া বিল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঠিকাদারের হাতে লাঞ্ছনার শিকার হন সিরাজগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। জানা যায়, গত রোজার ঈদের আগে সওজ কার্যালয়ের সীমানাপ্রাচীর ও ড্রেন নির্মাণ করেন ঠিকাদার আব্দুস সালাম ও আলহাজ। বার বার বিলের জন্য আবেদন করলেও নির্বাহী প্রকৌশলী কর্ণপাত করেননি। মঙ্গলবার দুপুরে দুই ঠিকাদার বিলের ব্যাপারে কথা বলতে গেলে প্রকৌশলী তাদের কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় ঠিকাদাররা ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন। আব্দুস সালাম জানান, দীর্ঘদিনের বকেয়া বিল চাইতে গেলে নির্বাহী প্রকৌশলী অপমানজনক কথাবার্তা বলেন। এ নিয়ে হট্টগোল হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. কেএম. হোসেন আলী হাসান জানান, বিল নিয়ে ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর মধ্যে হট্টগোল হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কিছুই ঘটেনি বলে জানান তিনি। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষক এমএম শরীফুল করীমের হাতে ওই বিভাগের অপর শিক্ষক অধ্যাপক আবুল হায়াত লাঞ্ছিত হয়েছেন। ইংরেজি বিভাগের ইভিনিং মাস্টার্স (ইএমএ) প্রোগ্রামের প্রশ্ন মডারেশনের স্থান নির্ধারণ নিয়ে গত শুক্রবার এ লাঞ্ছনার ঘটনা ঘটে। এর সুষ্ঠু বিচার দাবিতে গতকাল উপাচার্যের সঙ্গে দেখা করেছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শিক্ষকরা। লাঞ্ছনার বিচার দাবি করে উপাচার্যকে স্মারকলিপি দেন ভুক্তভোগী শিক্ষক। উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে যথাযথভাবে কাজ করা হবে।’

সর্বশেষ খবর