বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়া ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ছয় অটোরিকশাযাত্রী নিহত

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়া ও বগুড়ায় ট্রাক ও বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। এছাড়া ঝিনাইদহে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরোহীর। সোমবার দিবাগত রাত ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর—

কুষ্টিয়া শহরে ভুট্টাবোঝাই ট্রাক উল্টে অটোরিকশাকে চাপা দিলে অটোর তিন যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হন অটোচালক। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। বগুড়া : বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া পেট্রোল পাম্পের সামনে গতকাল সন্ধ্যায় বিআরটিসি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন বগুড়া সদরের আব্দুল আলিমের ছেলে আশিক (২৫), পরিমলের ছেলে তপু (২৪) ও শিবগঞ্জ উপজেলার আব্দুর রহিম (২২)। পুলিশ জানায়, মহাস্থান থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি বগুড়ার দিকে আসছিল। রংপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। কুমিল্লা : বরুড়া উপজেলার বাঁশপুরে সোমবার দিবাগত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। এদিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গতকাল সকালে ব্যাটারিচালিত দুটি অটোবাইকের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রিপা পাল। সে নগরীর মনোহরপুর এলাকার লিটন পালের মেয়ে। ঝিনাইদহ : শৈলকুপায় বাসের ধাক্কায় গতকাল বাচ্চু হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাচ্চুর বাড়ি শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে।

সর্বশেষ খবর