বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে নিষেধ করায় যুবককে পিটিয়ে আহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অষ্টপ্রহরের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে নিষেধ করায় সঞ্জয় কুমার নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে বখাটেরা। উপজেলার হাতীবান্ধা টেকিপাড়া দেব মন্দিরে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সঞ্জয়কে রাতেই সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় কয়েক জায়গায় সেলাই লেগেছে। এ ঘটনায় গতকাল অষ্টপ্রহর পরিচালনা কমিটির সভাপতি শ্রী দুখীরাম সরকার ছয়জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী জানান, সোমবার রাতে হাতীবান্ধা টেকিপাড়া দেব মন্দিরে অষ্টপ্রহরের অনুষ্ঠান চলাকালে কামালিয়াচালা গ্রামের সুজন মিয়া উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত এবং মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করে। মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত বলান্ডিয়া গ্রামের সঞ্জয় কুমার তাকে ছবি তুলতে নিষেধ ও মেয়েদের কাছ থেকে সরে যেতে বলেন। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর সুজন মিয়া তার বন্ধু কামাল আহমেদ ও হৃদয় আহমেদ মিলে সঞ্জয়কে মন্দিরের পাশে ডেকে নিয়ে লাঠি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। সঞ্জয়ের চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাতেই স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। মন্দিরের অষ্টপ্রহর পরিচালনা কমিটির সভাপতি ও মামলার বাদী শ্রী দুখীরাম সরকার জানান, এ ঘটনায় সুজনসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর