শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিলেটে বধ্যভূমি সংরক্ষণে মাঠে মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

১৯৭১ সালে উত্তাল মুক্তিযুদ্ধের সময়ে সিলেটের লালমাটিয়া, ক্যাডেট কলেজ, আদিত্যপুর, বুরুঙ্গা, গালিমপুরসহ অন্তত ৩০টি স্থানে গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। সংরক্ষণের অভাবে ধীরে ধীরে অনেক বধ্যভূমি ও গণকবর নিশ্চিহ্ন হওয়ার পথে। দখলও হয়ে গেছে কয়েকটি বধ্যভূমি ও গণকবর। দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুটি মিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় লালমাটিয়ায় অনেক মানুষকে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধা চেতনা মঞ্চ’র আহ্বায়ক এমএ বাছিত বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হলে একাত্তরের সব বধ্যভূমি, গণকবর সংরক্ষণ করতে হবে। সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, ‘আমরা সিলেট বিভাগের বধ্যভূমি ও গণকবরের তালিকা করছি। মন্ত্রণালয় থেকেও আমরা সহযোগিতার আশ্বাস পেয়েছি। আগামী দুই-তিন বছরের মধ্যে পুরো বিভাগের বধ্যভূমি ও গণকবর আমরা চিহ্নিত করে সংরক্ষণের ব্যবস্থা করতে পারবো বলে আশাবাদী।’ জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, ‘বধ্যভূমি ও গণকবর সংরক্ষণে আমরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাজ করবো।’

সর্বশেষ খবর