শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

উপঢৌকন আদায়কারী শিক্ষকদের শোকজ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাতের কাজ নামে পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে উপঢৌকন আদায়ের ঘটনায় গত সোমবার বাংলাদেশ প্রতিদিনে একটি সংবাদ প্রকাশিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গতকাল মঙ্গলবার ধামরাইয়ের চারিপাড়া হাতকোড়া, আমতা, রৌহা ও আতুল্লাচরসহ ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন বলেন, এ পাঁচ স্কুল ছাড়াও অন্য বিদ্যালয়ের শিক্ষকরাও যদি শিক্ষার্থীদের কাছ থেকে উপঢৌকন নিয়ে থাকে তা তাদের বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিতে হবে শিক্ষকদের। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ধামরাই উপজেলার চারিপাড়া হাতকোড়া, আমতা, রৌহা, মুন্সীচরসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত রবিবার ২৫ নম্বরের হাতের কাজ  পরীক্ষার নাম করে পরীক্ষার্থীদের বিভিন্ন উপটৌকন দেওয়ার কথা বলে। যারা দেবে না, তাদের পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দেওয়া হয়।

সর্বশেষ খবর